গত ১০ মাসে সারা দেশের সড়কে ২০৯৭ মৃত্যুঃ এরমধ্যে শিক্ষার্থী ৭৬৪ জন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ দিন দিন দেশে সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বাড়ছেই। বাড়ছে মৃত্যুও। প্রতিদিন সারাদেশে সড়কে ঝরছে অগণিত প্রাণ। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছে।ভুক্তভোগী পরিবারগুলোর আহাজারি দীর্ঘ হচ্ছে।চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারাদেশে ২,০০৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২,০৯৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১,২৮৬ জন। নিহতদের মধ্যে ১৬.৫৪ শতাংশ অর্থাৎ ৩৪৭ জন ১৩ থেকে ১৭ বছর বয়সী এবং ৭৩.১০ শতাংশ অর্থাৎ ১,৫৩৩ জন ১৮ থেকে ৫০ বছর বয়সী।
এ সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সারাদেশে ৭৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। যা মোট মৃত্যুর ৩৬.৪৩ শতাংশ। এছাড়া মোটরসাইকেলের ধাক্কায় ৯২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪.৩৮ শতাংশ।৯ টি জাতীয় দৈনিক, ৭ টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশনের তৈরি করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ২০ নভেম্বর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে অক্টোবর মাস সময়ে দুর্ঘটনাগুলোর মধ্যে অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ৩৭৪টি অর্থাৎ ১৮.৬৭ শতাংশ, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ৬২৯টি অর্থাৎ ৩১.৪০ শতাংশ, মোটরসাইকেলে অন্য যানবাহনের চাপা ও ধাক্কা দেওয়ার ঘটনা ৯৫৮টি যা ৪৭.৮২ শতাংশ এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে ৪২টি অর্থাৎ ২.০৯ শতাংশ।গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ের তুলনায় এ বছর একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ২১. ১৭ শতাংশ এবং প্রাণহানি ১৯.২৮ শতাংশ বেড়েছে।

You might also like