গভীর রাতে রাসায়নিক গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ৪, আহত ২১

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অনুমোদনহীন রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর পুরান ঢাকায় চারজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন কর্মীসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলার ওই গোডাউনে এই আগুনের ঘটনা ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। একই সাথে ভবনের একটি বারান্দার গ্রিল কেটে বাকি বাসিন্দাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামে ওই ভবনটির নিচতলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পরই ভবনটি থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হতাহত বাড়তে পারে।ভয়াবহ এই আগুনে নিহতদের মধ্যে দুজন ছিলেন ওই ভবনের দারোয়ান। তাদের একজনের নাম রাসেল মিয়া এবং অপরজন ও‌লিউল্লাহ (৭০)। এছাড়া নিহত একজন নারীর পরিচয় মিলেছে। তিনি ওই ভবনের চতুর্থ তলার বাসিন্দা ও ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া।। নিহত অপরজনের নাম কবির।ফায়ার সার্ভিস বলছে- অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলায় একটি ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পর আরও ৪টি ইউনিট যুক্ত হয়েছে। সর্বমোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবীরা।এ দিকে, ইতোমধ্যেই ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির নিচতলায় রাসায়নিক গোডাউনের গোডাউন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। ভবনের দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করত। এছাড়া ভবনের ছাদে ‌কিছু লোক আটকা পড়ে। পরে বাড়ির উপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়। পাশাপাশি ভবনের একটি বারান্দার গ্রিল কেটে আরও কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সূত্র:অধিকার

You might also like