গানে গানে আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আওয়ামী লীগের শান্তি সমাবেশ কেন্দ্র করে জনাকীর্ণ হয়ে গেছে রাজধানীর জিরো পয়েন্ট এলাকা। সমাবেশস্থল থেকে শুরু করে জিরো পয়েন্ট, আওয়ামী লীগের দলীয় কার্যালয় হয়ে শিক্ষাভবন পর্যন্ত ছাড়িয়ে গেছে মানুষ আর মানুষ। শান্তি সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিয়ে দলের কেন্দ্রীয় এলাকা প্রকম্পিত করে তুলেছে।আজ শুক্রবার (২৮ জুলাই) জিরো পয়েন্টের পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত ‘শান্তি সমাবেশ’ শুরু হয় দুপুর দুইটার একটু পরই।মুক্তিযুদ্ধের ‘জয় বাংলা, বাংলার জয়’ গানে শুরু হয়েছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ। দুপুর ২টা ১৫মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। শান্তি সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় দলীয় নেতাকর্মীরা একই সুরে গাইতে থাকেন। মুক্তিযুদ্ধ ও দলীয় সংগীত গেয়ে শুরু হয় সমাবেশ। মঞ্চে এ সময় তিন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত হন। অপরদিকে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা হাত নাড়িয়ে স্বাগত জানান মিছিলে আসা নেতাকর্মীদের।বৃষ্টিতে আগেভাগে আসা অনেক নেতাকর্মী ভিজে একাকার হয়ে যায়। অনেকে আশপাশে আশ্রয় নিলেও কেউ কেউ ভিজে একাকার হয়েছেন। তারপরেও অনেকে বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন।দুপুর জুমার নামাজের পর তুমুল বৃষ্টিতে অনেক নেতাকর্মী ভিজে ভিজে আসেন শান্তি সমাবেশে। সাভার, আশুলিয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন সমাবেশস্থলে। পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি অনেক নারী কর্মীরাও যোগ দিয়েছেন বৃষ্টিতে ভিজেই।

You might also like