গুগল বিভ্রাট: ঘণ্টাখানেক বন্ধ ছিল ইউটিউব, জিমেইল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে গুগলের অ্যাপ্লিকেশনগুলোতে।ইউটিউব,জিমেইল,প্লে-স্টোরের মতো সেবাগুলো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।বিবিসি জানিয়েছে,স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে যুক্তরাজ্যে গুগলের সাইটগুলোতে ঢুকতে চাইলে ‘এরর’ লেখা দেখাচ্ছে।একই ধরনের সমস্যায় পড়ছেন অন্য দেশের লোকজনও।ইউটিউবে ঢুকলে হোমপেজে একটি কার্টুনের সঙ্গে ‘কিছু একটা সমস্যা হয়েছে…’ (Something went wrong…) লেখা দেখা যাচ্ছে।সমস্যা হচ্ছে জিমেইল, গুগল ড্রাইভ,অ্যান্ড্রয়েড প্লেস্টোর, গুগল ম্যাপ, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, গুগল শিটস, গুগল স্লাইডস, গুগল সাইটস, গুগল গ্রুপস, ক্ল্যাসিক হ্যাংআউটস, গুগল চ্যাট, গুগল মিট, গুগল ভল্ট, গুগল ফর্মস, গুগল ক্লাউড সার্চ, গুগল কিপ, গুগল টাস্কস, গুগল ভয়েসেও।

টিম ইউটিউব নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, সমস্যা হওয়ার বিষয়ে ইউটিউব কর্তৃপক্ষ অবগত রয়েছে।এটি সমাধানে কাজ করছে তারা।তবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোডে কোনও অ্যাকাউন্ট থেকে সাইন ইন না করে ইউটিউবে ঢুকলে সেটি ঠিকমতোই কাজ করছে।হঠাৎ করে সমস্যা দেখা দেয়ায় গুগলের ইমেইল ও ক্যালেন্ডারের মতো সেবাগুলোর ওপর নির্ভরশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বড় সমস্যায় পড়েছে।থমকে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো।ঝামেলায় পড়েছেন গুগল অ্যাসিসটেন্ট ব্যবহারকারীরাও। তবে গুগলের অ্যাপ্লিকেশনগুলোতে বিভ্রাটের কথা শোনা গেলেও বিশ্বজুড়ে তাদের প্রধান সার্চ বোর্ড বরাবরের মতোই কাজ করছে।ডাউন ডিটেকটর ওয়েবসাইট জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,নেদারল্যান্ডস ও জাপানে গুগল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারে বিভ্রাটের বিষয়ে নিশ্চিত হয়েছে।বাংলাদেশেও অনেকে এসব সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।

You might also like