গুলিতে অবসরপ্রাপ্ত মেজর নিহত চেকপোস্টের সব পুলিশ সদস্য প্রত্যাহার
নিউজ ডেস্ক
সত্যবাণী
কক্সবাজার: কক্সবাজার জেলার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজরকে গুলি করে হত্যার ঘটনায় রোববার বাহারছড়া ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের ২০ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।চট্টগ্রাম রেঞ্জের পুলিশ পরিদর্শক (আইজিপি) খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি বিষয়টি তদন্ত করে দেখছে।শুক্রবার রাতে বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ নিহত হন।পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন শনিবার দুপুরে জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।