গোয়াইনঘাটে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানঃ ভুয়া চিকিৎসক গ্রেফতার

সত্যবাণী
সিলেট অফিসঃ
 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা জানান, ১২ মার্চ মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানের পরিচালক ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রির দ্বায়ে ওই প্রতিষ্ঠানের ফার্মেসিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আটক ভুয়া চিকিৎসক ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার মুহিত খানের মেয়ে সাদিয়া আক্তার (৪৩)। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, গোয়াইনঘাট থানার একদল পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, জাফলংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ওই ভুয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে।
জানা গেছে, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি থাকেন মালয়েশিয়া। তার পরিচয় দিয়ে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারের ওই ভুয়া চিকিৎসক বিগত ৩ বছর যাবৎ সাধারণ মানুষকে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন। অবশেষে বিষয়টা নিশ্চিত হওয়ার পর গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
এ রিপোর্ট লেখা মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ধৃত ভুয়া চিকিৎসক সাদিয়াকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You might also like