গোলাপগঞ্জে আন নুর মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
সত্যবাণী

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে বরায়া উচ্চ বিদ্যালয়ের পাশ্বে আন নুর মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদের মোতাওয়াল্লি আজমল হোসেন চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, মসজিদের সেক্রেটারি আবু জাফর মোহাম্মদ ফয়সল।বিশেষ অতিথি আব্দুল মুনিম জাহেদী ক্যারল তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহর ঘর মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি। আশাকরি সবাই এই মসজিদ নির্মাণে এগিয়ে আসবেন। যারা আল্লাহর ঘর নির্মাণ করবেন মহান আল্লাহ তায়ালা তাহার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। এখানে মসজিদের নির্মাণ হওয়ায় আশপাশের মুসল্লিরা সহ বরায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্ররাও নামাজ পড়তে পারবে।এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেইন মাস্টার, ফরহাদ আহমদ, কামরুজ্জামান, মারুফ আহমদ, সাহাবুদ্দিন আহমদ, মসজিদ নির্মাণ কাজের ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাহহার।

You might also like