গোলাপগঞ্জে প্রবাসীর অর্থায়নে মাথা গোজার ঠাঁই পেলো এক অসহায় পরিবার
নিউজ ডেস্ক
সত্যবাণী
গোলাপগঞ্জ: যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহমান মেমোরিয়েল ট্রাস্টের সভাপতি মোঃ দিলওয়ার হোসেনের অর্থায়নে কিছমত মাইজভাগে নব-নির্মিত গৃহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় কিছমত মাইজভাগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খান ।
অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এডভোকেট আব্দুর রহীম এমপি স্মৃতী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান খাঁন সুজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কামাল।অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তালুকদার, বক্তব্য রাখেন কামরুজ্জামান মাছুদ, মারজান উদ্দিন, মুরব্বি মিয়াজ উদ্দিন।সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার হোসেন শুধু গৃহ নির্মাণ নয় অসহায়দের পাশে প্রবাসে থেকেও সব সময় সহযোগিতা করে আসছেন। উনার মত দেশের সকল বিত্তবানরা এগিয়ে আসলে দেশে গরিবদের সংখ্যা ধীরেধীরে কমে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি রফিক মিয়া, মজির উদ্দিন, নাজিম মিয়া, রুমন মিয়া, মুহিবুর রহমান, সাজু মিয়া, অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের সহ সাংগঠনিক সম্পাদক রাজন আহমেদ, অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম।সুবিধাভোগী ঘরপ্রাপ্ত আব্দুল জলিল মানিক বলেন, আমার একটি মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য মোঃ দিলওয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহমান মেমোরিয়েল ট্রাস্টের সভাপতি মোঃ দিলওয়ার হোসেন অনুস্টান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন লন্ডন প্রবাসী ও সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহিদী ক্যারলের প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আজীবন দেশের গরীব অসহায়দের পাশে দাঁড়াতে পারি।