‘গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ফ্রি চক্ষু শিবির

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘এ অঞ্চলের চক্ষু রোগীদের সুচিকিৎসার জন্য সিলেটে একটি সরকারি চক্ষু হাসপাতাল স্থাপন সময়ের দাবি। দেশের অন্যত্র সরকারি চক্ষু হাসপাতাল থাকলেও সিলেট অঞ্চলে কোন চক্ষু হাসপাতাল নেই। এজন্য সিলেট অঞ্চলের চক্ষু রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। ঢাকা না হয় দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয়। এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার।’ তিনি বলেন, ‘সিলেটে চক্ষু হাসপাতাল না থাকলেও বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন, প্রবাসী, বিত্ত্ববান ব্যক্তিবর্গ নিজেদের উদ্যোগে চক্ষু চিকিৎসার জন্য ফ্রি ক্যাম্প করে সিলেট অঞ্চলের চক্ষু রোগীদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এজন্য তাঁরা প্রশংসার দাবিদার।এইসব উদ্যোক্তাদের সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল (১৬ ফেব্রুয়ারি) বুধবার সকালে সদর উপজেলার মোগলগাঁও ইউপি কার্যালয় প্রাঙ্গনে ‘গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতাল সিলেটের সহযোগিতায় ১১তম ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সানর মিয়া,এনাম আহমদ, আলী আহমদ প্রমুখ।পরে প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব এমপি ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

You might also like