গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে সুনামগঞ্জ জেলা যুবলীগের আলোচনা সভা
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ ২০০৪সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। তখন দলীয় নেতাকর্মীরা তার জীবন রক্ষা করতে সক্ষম হলেও ঐ সময়টাতে আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিক বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীরা নিহত হন। এই বর্বরোচিত ঘটনার ১৮ বছরে ও প্রকৃত খুনীদের বিচার কার্য সম্পন্ন না হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এই হতাকান্ডে নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল,সাংগঠনিক সম্পাতক আব্দুর রাজ্জাক,যুবলীগ নেতা হেলাল আহমদ,জুয়েল আহমদ,পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম জিলানী ইমন প্রমুখ।