ঘটনাস্থলঃ সিলেট ওসমানী হাসপাতাল স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে ৪ লাখ টাকার ওষুধ উদ্ধার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের বাসার ছাদের চিলেকোঠা থেকে ৪ লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে ১৬ নভেম্বর বুধবার দুপুরে রিকাবীবাজারস্থ পুরাতন মেডিক্যাল স্টাফ কোয়ার্টার ১১/জ বাসার চিলেকোঠা থেকে পরিত্যাক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করা হয়। ওষুধ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিকাবীবাজারস্থ পুরাতন মেডিক্যাল স্টাফ কোয়ার্টার ১১/জ বাসার চিলেকোঠা থেকে আনুমানিক ৩/৪ লাখ টাকার সরকারি ঔষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।এ বিষয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ১টি তদন্ত কমিটি গঠন করা হবে। ওষুধ পাচারের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like