ঘটনাস্থল ওসমানী বিমানবন্দর পাখির ধাক্কায় যুক্তরাজ্যগামী বিমান বিকল!

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এটি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে যাওয়ার কথা ছিল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।বিমানবন্দর সূত্র জানায়, যুক্তরাজ্যে যাওয়ার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ড্রিম লাইনারের একটি ফ্লাইট উড়ে আসে সিলেটে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। সিলেট থেকে আরও যাত্রী নিয়ে ফ্লাইটটি সকাল পৌনে ১০টায় উড্ডয়নের কথা ছিল। কিন্তু উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা আর সম্ভব হয়নি। ফলে যুক্তরাজ্যগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।এ প্রসঙ্গে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহমদ বলেন, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ‘বার্ড হিটের’ (পাখির ধাক্কা) কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুক্তরাজ্যগামী ফ্লাইটটি নির্দিষ্ট সময়ে উড্ডয়ন করতে পারেনি।তিনি জানান, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ বিমানবন্দরে রয়েছে। ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা এসে এটি পরীক্ষা-নিরীক্ষা করছেন।

You might also like