ঘন কুয়াশায় দক্ষিণ সুরমায় আইল্যান্ডে উঠে গেল ট্রাক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমায় আবারো ঘটলো সড়ক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।৪ ডিসেম্বর রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার বিষয়টি জানা নেই বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।দূর্ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, ২/৩ দিন আগে যশোরের বেনাপোল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয় চাউল বোঝাইকৃত ট্রাকটি। রোববার ভোররাত সাড়ে ৪টায় ঝিনাইদহ-ট ১১-০৯৭১ নং ট্রাকটি দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস এলাকায় আসা মাত্র ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায়। তবে ট্রাকের ব্যাপক ক্ষতি হলেও কেউ হতাহত হননি।দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান দুর্ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। ছোটখাটো দুর্ঘটনা ঘটলে সেগুলো ডিউটিতে থাকা অফিসাররা মিমাংসা করে দেন।এরআগেও শনিবার দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় মেইন লিফ (স্প্রিং) নষ্ট হওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি পরিবহনের বাসটি গাছের সাথে ধাক্কা লাগে।এতে গুরুতর আহত হয়েছেন বাসের চালক। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বাসের ৩৫-৪০জন যাত্রী।