ঘরের মধ্যে ব্যস্ত থাকার নানা উপকরণ কাউন্সিলের ওয়েবসাইটে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে আপনি এখন বেশির ভাগ সময়ই বাড়িতে অবস্থান করছেন।সব বয়সীদের উপভোগ করার উপযোগী প্রচুর কার্যক্রম ও জিনিস আমরা একত্রিত করেছি।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে শুরু হওয়া ব্যাংক হলিডে উইকেন্ডে পরিবারের সবাই মিলে টাওয়ার ব্রীজের ইতিহাস সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, কিংবা আয়োজক হোন থিয়েটার নাইটের অথবা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির মতো নতুন কোন দক্ষতা অর্জনের প্রচেষ্টা শুরু করে দিন।বিস্তারিত তথ্য জানতে হলে কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk) ভিজিট করুন।

You might also like