ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উদ্বোধন হচ্ছে না রানীগঞ্জ সেতু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আগামী ২৯ অক্টোবর উদ্বোধন হচ্ছেনা। গত ২ দিন থেকে বৃষ্টি আর প্রবল বাতাসের জন্য সেতুর বাকী কাজ শেষ করতে বিঘœ হচ্ছিল। জেলা সড়ক ও জনপদ অধিদপ্তর সূত্র জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শনিবার সুনামগঞ্জ জেলার ছাতকের সেতু ও জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতু উদ্বোধনী অনুষ্ঠানের বাতিল করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অথবা ১০ দিন পরে উদ্বোধন হতে পারে।এদিকে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ায় আ’লীগ পরিবারের মধ্যে আনন্দের জোয়ার বইছে। কেননা ২৯ অক্টোবর পরিকল্পনামন্ত্রী দেশের বাহিরে থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান। পরে অনুষ্ঠান হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী থাকতে পারবেন বলে তারা সন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

সড়ক ও জনপদ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকোশলী মো. আশরাফুল ইসলাম জানান, আগামী ২৯ অক্টোবর আমাদের জেলায় একসাথে দ’ুটি সেতু উদ্বোধন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পরে সপ্তাহে বা ১০ দিন পরে উদ্বোধন হবে।প্রসঙ্গত, ২০১৭ সালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৭০২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার বক্স গার্ডার সেতুটি দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। সেতুটি চালুর পর সুনামগঞ্জ থেকে ঢাকার দুরত্ব কমবে ৮০ কিলোমিটার। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে এমএম বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

You might also like