ঘোষিত স্থানে কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ কেন্দ্রের নির্দেশে সিলেটে ১ এপ্রিল শনিবার পৃথক খোলা স্থানে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল জেলা ও নগর বিএনপির। বেলা ২টা থেকে জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার চন্ডিপুলে ও নগরের কর্মসূচি চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুরু করার কথা ছিলো। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ‘পুলিশি নিষেধাজ্ঞায়’ চন্ডিপুলে জেলা বিএনপি কর্মসূচি শুরু করতে পারেনি। এর বদলে চন্ডিপুলের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অবস্থান কর্মসূচি পালন শুরু করছে। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে চন্ডিপুলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এদিকে, নগর বিএনপি দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে কর্মসূচি শুরু করেছে। চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘পুলিশি নিষেধাজ্ঞা’ ও পুলিশ মোতায়েন থাকায় সেখানে কর্মসূচি পালন করতে পারেনি তারা। পুলিশ বলছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন নির্দেশনা অনুযায়ী খোলা স্থানে কর্মসূচি পালন না করে ইনডোরে করতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

You might also like