চকবাজারে জুতার কারখানায় আগুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমরা লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে একে একে ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। দুপুর ১টার ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।