চবিতে ছাত্রলীগ সন্দেহে মুখ বেঁধে শিক্ষার্থীকে মারধর

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রাম: ছাত্রলীগ সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মুখ বেঁধে তুলে নিয়ে নির্জন এলাকায় মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী।শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এই ঘটনা ঘটে।আহত ওই শিক্ষার্থী নুরুল করিম সাদ চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুর্বৃত্তদের হাত থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

এদিকে আহত শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মী বলে দাবি করছেন দলটির নেতারা কর্মিরা। এ নিয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল।সহকারী প্রক্টর নাজমুল হোসাইন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে থেকে মুখ বেঁধে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম তিনটি ভাগে ভাগ হয়ে খুঁজতে শুরু করে। পরে জীববিজ্ঞান অনুষদের পেছনে নির্জন এলাকায় তাকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল ফটক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ ছাত্রদলের নেতারা।পরে সিসিটিভি ফুটেজ দেখে প্রক্টরিয়াল বডি দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

You might also like