চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ গোলাম কিবরিয়া হীরাঃ বিভিন্ন মহলের শোক
সিলেট অফিস
সত্যবাণী
সিলেট: সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ কমিউনিটি নেতা, যুক্তরাজ্যস্থ সিলেট এসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সিনিয়র সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও ব্যবসায়ী, নগরির ৩০নং ওয়ার্ডের জৈনপুর নিবাসী আলহাজ্ব গোলাম কিবরিয়া হীরা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৫ সেপ্টেম্বর সোমবার রাত পৌণে ৯টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ছেলে, ৪মেয়েসহ পরিবার-পরিজন এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
এদিকে, গোলাম কিবরিয়া হীরার ইন্তেকালে বিভিন্ন মহল থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
নগর আ’লীগঃ
আলহাজ্ব গোলাম কিবরিয়া হীরার মৃত্যুতে শোক জানিয়েছে নগর আ’লীগ। এক শোকবার্তায় নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটঃ
আলহাজ্ব গোলাম কিবরিয়া হীরার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে অরাজনৈতিক সংগঠন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট। সংগঠনের এডহক কমিটির আহবায়ক সিলাম ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন ও সদস্য সচিব, সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান এক যৌথ বিবৃতিতে এ শোক জ্ঞাপন করেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটঃ
প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব গোলাম কিবরিয়া হীরা মিয়ার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট।
ক্লাবের পক্ষে সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গের প্রতে সহমর্মিতা জানান।