চলে গেলেন ফুটবলের আরেক পরিচিতি মুখ ফাতাহ
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশঃ একের পর এক মৃত্যুসংবাদে শোকের ছায়া ক্রীড়াঙ্গনে। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের ফুটবল অঙ্গনের পরিচিত মুখ আহমেদ সাঈদ আল ফাতাহ। সাইফ গ্লোবাল স্পোর্টসের মহাব্যবস্থাপক ছিলেন তিনি।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা ক্যান্টনমেন্টে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফাতাহ। ঢাকা ক্যান্টনমেন্টের ২ নম্বর রোডে আল্লাহু কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও কাজ করেছেন ফাতাহ, ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী। ফুটবলের বাইরে অন্যান্য খেলাধুলা নিয়েও সমান আগ্রহ ছিলো আহমেদ সাঈদ আল ফাতাহর।