চীনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
চীন: এশিয়ার পরাশক্তি চীনের গানসু প্রদেশে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত নয়জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা সকলেই রেলশ্রমিক ছিলেন।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে জিনচাং শহরে যাত্রীবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি উরুমকি থেকে হাঙজুর দিকে যাচ্ছিল। খবর বিবিসি নিউজের।প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে একজন লিখেছেন, শ্রমিকরা যদি রেললাইন সংস্কারের কাজ করে থাকেন,তবে ট্রেনের চালকদের এ সম্পর্কে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল।তার দাবি, নয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ দুর্ঘটনা কীভাবে ঘটল তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।অবশ্যই জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।