ছাগলে ক্ষেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১: আটক ৬

সত্যবাণী
সিলেট অফিসঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ছাগলে ক্ষেতের মরিচ মাছ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নাঈম আহমদ (১৭) নামের ১ কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যেই পুলিশ ৬ জনকে আটক করেছে।
৩১ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় পূর্বপাগলা ইউনিয়নের রনসী গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় উভয় পক্ষের ৬ জনকে আটক করে পুলিশ। নিহত নাঈম আহমদ  উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের রনসী গ্রামের বশির আলীর ছেলে।
আহতরা হলেন, রনসী গ্রামের রানা বেগম (৫৩), করিমুন নেছা (৫০), জায়েদ মিয়া(১৫), মালেক মিয়া(৩৫), সালেক মিয়া(২৬), কয়েছ মিয়া(২৩),  রফিকুল ইসলাম(৩৫), জাফরুল মিয়া(২০) ও  অজুদ মিয়া(৫০)।
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, রনসী গ্রামের আছকন্দর মিয়ার (৬৫) গৃহপালিত ছাগল একই গ্রামের অজুদ(৫০) মিয়ার মরিচের ক্ষেতে গিয়ে ক্ষেতের মরিচ গাছ নষ্ট করার বিষয়কে কেন্দ্র করে তাদের গ্রামের বশির মিয়ার বাড়ির সামনে এসে আছকন্দর মিয়া এবং অজুদ মিয়া পক্ষদ্বয়ের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। মারামরির ঘটনায় আছকন্দর মিয়ার পক্ষের নাঈম আহমদ(১৭) আহত হন। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম আহমদ মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশী নজরদারি অব্যাহত রয়েছে। মামলা নেয়া হয়েছে।

You might also like