ছাতকের ব্রিজ একাডেমিতে বৃক্ষ রোপন কমুসূচী পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’। এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় বৃক্ষ রোপন অভিযান’ এর অংশ হিসাবে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ্য ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমির শিক্ষার্থীরা। আজ সোমবার একাডেমির নিজস্ব ক্যাম্পাস এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রায় বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছের চারা রোপন করেন একাডেমির শিক্ষার্থীরা।এ সময় একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন ও গাছপালার ভূমিকা অপরিসীম। বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসম্য বিদ্যমান। এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে আরো বেশি উৎসাহ প্রদান করা হয়ে থাকে। তিনি আরো বলেন, কোন কারণ ছাড়া গাছ কর্তন বন্ধ করতে হবে। বেশী বেশী চারা রোপন করতে হবে। কারণ, গাছপালা পরিবেশ সুরক্ষার পাশাপাশি বনজ ও ফলদ বৃক্ষমালা এবং ঔষধি গাছের ও পুষ্টি জাতীয় খাদ্য উৎপাদনে অতুলনীয় ভূমিকা পালন করে।

You might also like