“ছাতকে আছি ছাতকে থাকবো” উত্তাল গোবিন্দগঞ্জ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে প্রস্থাবিত দক্ষিন ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নকে অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ বুধবার উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা আখলাকুর রহমান আখলাকের সভাপতিত্বে ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম এবং কবির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গয়াছ আহমদ, ছাতক উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ কাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সুন্দর আলী, আলহাজ¦ নিজাম উদ্দিন, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, রুহুল আমিন, আ.লীগ নেতা, খালেদ হাসান, শাহীন চৌধুরী, নুরুল হক, আলহাজ¦ মখলিছুর রহমান, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, মাস্টার নাসির উদ্দিন, গৌছ আহমদ, ফারুক আহমদ সরকুম, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, বিএনপি নেতা আতাউর রহমান এমরান, আলি আহসান তায়িফ, আপ্তাব আলী, উপজেলা যুবদলের সভাপতি সদরুল আমিন সুহান, জামাত নেতা মাওলানা মাসুদ রহমান, নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হান্নান আঙুর, ছাতক উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবু হানিফা সায়মন, হারুন আহমদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি আপ্তাব উদ্দিন, পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক সুয়েব আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আব্দুল গফফার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদ হাসান ডালিম, ছাত্রনেতা আতাউর রহমান সোহাগ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু।
প্রস্থাবিত দক্ষিন ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নকে অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবীতে উত্তাল ছিল গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। ব্যানার ও ফেস্টুনে লেখা “ছাতকে আছি ছাতকে থাকবো” খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দুই ইউনিয়নের হাজারো মানুষ। সমাবেশে বক্তারা বলেন, দক্ষিন ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নকে অন্তর্ভুক্তি করার বিষয়ে কেউ আমাদের মতামত নেয়নি কোন প্রকার পরামর্শ করা হয়নি। এই দুই ইউনিয়নের মানুুষ আমরা ছাতকে আছি ছাতকে থাকবো। দাবি মানা না হলে কঠোর আন্দেলনে যাবেন বলে হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।
এ সময় বিএনপি নেতা নুরুল হক, যুবদল নেতা লায়েক চৌধুরী, আখলুছ আলী, ফয়সল আহমদ সুমন, ফয়েজ আহমদ, মাজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, হাবিবুর রহমান বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক দিনুল ইসলাম শ্যামল, সুজেল আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা পাবেল, যুবলীগ নেতা রাগীব উদ্দীন বাবলু, ছাত্রদল নেতা আব্দুল হেকিম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ওয়ার্ড সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।