ছাতকে এখনও পানিবন্দী হাজারো মানুষঃ ত্রাণ বিতরণ অব্যাহত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।বন্যার পানি কমতে শুরু হলেও পানি কমছে ধীর গতিতে। বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো রয়েছে লোকজন। উপজেলার বিভিন্ন অঞ্চলে হাজার-হাজার মানুষ এখনো কর্মহীন ও পানিবন্দী।এদিকে উপজেলার সকল এলাকার পানিবন্দী বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনকে ও সরকারি শুকনো খাবারসহ স্থানীয়রা খাবার দিচ্ছেন। প্রত্যন্ত এলাকার কোন কোন স্থানে ত্রাণসামগ্রী এখনো পৌঁছায়নি বলে জানিয়েছেন এলাকার লোকজন। তাদের দাবী সরকারি ত্রাণও পর্যাপ্ত নয়। ছাতক-সিলেট সড়কে যান চলাচল শুরু হলেও প্রত্যন্ত এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শহরকেন্দ্রিক কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার্ত আশ্রয় নেয়া লোকজন রয়েছেন।

উপজেলা প্রশাসনের মাধ্যমে ৩০ মেঃ টন চাল, সাড়ে তিন লক্ষ টাকা মুল্যের খাদ্যসামগ্রী ও ২০০ প্যাকেট শুকনো খাবার বন্যা দূর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মামুনুর রহমান।বন্যা শুরুর প্রথম দিন থেকে বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রামপর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে এসব সহায়তা দেয়া হয়েছে।সোমবার দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের রাসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যাশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ছাতকের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। ইউপি চেয়ারম্যানসহ সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগ, প্রবাসী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এখানে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

You might also like