ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ অব্যাহত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে বিনামুল্যে হোমিওপ্যাথি ঔষধ বিতরন অব্যাহত রয়েছে।আজ মঙ্গলবার স্থানীয় গোবিন্দগঞ্জ নতুন বাজারে নুহা হোমিও হল এর সৌজন্যে হোমিওপ্যাথিক ঔষধ (আর্সেনিকাম এ্যালবাম-৩০) বিতরণ করা হয়।ঔষধ বিতরণ করেন, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক,হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ সাজ্জাদুর রাহমান।

আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি দিঘলি গোবিন্দগঞ্জ এর পক্ষে হোমিওপ্যাথিক ঔষধ গ্রহন করেন, সোসাইটির সভাপতি উমেদ আলী, সাধারণ সম্পাদক নিতাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জসিম উদ্দিন, হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠন কলেজ শাখার সহ-প্রচার সম্পাদক বিলাল হোসেন, হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠন কলেজ শাখার অন্যতম সদস্য আবু সুফিয়ান বিন আব্দুল হামিদ, আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি’র অন্যতম সদস্য ফয়জুল করিম প্রমুখ।

You might also like