ছাতকে ছাত্রলীগের আহবায়ক কমিটি সদস্য পদ থেকে বহিস্কার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বাবলুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনের নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্ষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত ৪ ডিসেম্বর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় তকিপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র ছাত্রলীগ নেতা মোস্তাকিন রায়হানের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় মোস্তাকিন রায়হানের পিতা আব্দুল গফুর বাদী হয়ে হাবিবুর রহমান বাবলুসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা(নং-০৬) দায়ের করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রলীগের গফফার ও মঞ্জুর গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এদিকে গত সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ডালিম, কাওসার ও গফফারের নেতৃত্বে, ছাতক উপজেলা সাবেক ছাত্রলীগের ব্যানারে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল আমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়।সমাবেশে বক্তারা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল আমিন কে ছাতকে অবাঞ্চিত ঘোষনা করেন ও কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি থেকে বহিষ্কারের দাবী জানান। অন্যদিকে হাবিবুর রহমান বাবলুকে বহিস্কার করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

You might also like