ছাতকে জাতীয় সমবায় দিবস পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে বঙ্গুবন্ধর দর্শন সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে উপজেলা অডিটারিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার মতিউর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

উপস্থিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তাপস শীল, ওসি অপারেশন মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সামছু মিয়া, একতা বালু উত্তোলন সমবায় সমিতি লিমিডেটের সভাপতি আব্দুস ছত্তার, লক্ষীবাউর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, আলী আশরাফ । এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল জলিল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, শাহজালাল ইঞ্জিন নৌকা মালিক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম প্রমুখ। সভায় উপজেলার ৪জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৪টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ছাতক একতা বালু উত্তোলন সমবায় সমিতি, বেসরকারী বিদ্যুৎ শ্রমিক সমিতি, সিসিএফ সমবায় সমিতি ও বিশারদপুর-খঞ্জনপুর মৎস্য সমবায় সমিতি রয়েছে। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আফজলাবাদ গবাদিপশু ও কৃষি সমবায় সমিতি’র পরিচালক কাওসার আহমদ, আব্দুস সাত্তার, শামসু মিয়া ও হাবিবুর রহমান কাজলকে পুরষ্কৃত করা হয়।

You might also like