ছাতকে জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুল মালিক।সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে ফ্যাসিলিটি বিভাগ হতে প্রাপ্ত বিদ্যালয়ের ১১ লাখ টাকার কোন হদিস মিলছেনা,পরিচালনা কমটি গঠনে বাঁধা, সদ্য প্রকাশিত এসএসসি পরিক্ষার ফলাফলে ২৪ জন শিক্ষার্থী অকৃতকার্য ও স্ব-পরিবারে সিলেট শহরে বসবাস করায় পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে অভিযোগ এনে প্রধান শিক্ষক আব্দুল মালিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্ন মিথ্যা,বানোয়াট,উদ্দেশ্য প্রনোদিত ও অপপ্রচার বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি আরো বলেন, আমি স্ব-পরিবারে সিলেটে থাকলেও নিয়মিত ভাবে বিদ্যালয়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছি। উপজেলার ১টি কেন্দ্রের প্রতিটি বিদ্যালয়ে আশানুরূপ ফলাফল কেউই অর্জন করতে পারেননি।বিগত সময়ে বিদ্যালয়ে ৮০ ভাগের উপরে ফলাফল এসেছে। ফ্যাসিলিটিজ বিভাগ কতৃক কাজটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্টান সম্পন্ন করেছে।ঠিকাদারী প্রতিষ্টানের সঙ্গে আলোচনাসহ তদারকি করেছেন পৃথক দুই মেয়াদে তৎসময়ে এডক কমিটির সভাপতি আজব আলী ও আহবাব উদ্দিন।
বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান অভিভাবক সদস্য রাজ্জাক আলী বলেন, এলাকাবাসী সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করে দিয়েছেন।আব্বাস আলী বলেন, নিয়ম নীতি অনুযায়ী সর্বসম্মতিক্রমে কমটি গঠন করা হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি গয়াছ মিয়া বলেন, এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।২০০৯ এর প্রবিদান অনুযায়ী কমিটি অনুমোদন পেয়েছে।