ছাতকে ডাঃমোজাহারুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: মোজাহারুল ইসলামের বিরুদ্ধে কিছু দুর্নীতিবাজ ও কুচক্রী মহলের ইন্ধনে হলুদ সাংবাদিক কতৃক প্রকাশিত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় জাউয়াবাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মাববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব তকদ্দুস আলী পীর, আওয়ামীলীগ নেতা লায়েক আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক কানাডা প্রবাসী আমজাদ হোসেন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা রিয়াজ আহমেদ, শ্রমিক নেতা আসকির আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন, লিমন আহমেদ, লোকমান হোসেন, আলমগীর হোসেন, হেলাল উদ্দিন, রফিক উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি একদিল আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, যুগ্ন-আহবায়ক খালেদ হোসেন,রিয়াজ আহমেদ,ওবায়দুল হক,হাবিবুর রহমান বাবলু শায়েস্তা তালুকদার রবি,জুবায়ের আহমেদ রাকিব,কামরুল, শিপ,মাহতাব, খালেদ খান জাহাঙ্গীর, রকি প্রমুখ।বক্তারা বলেন, কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: মোজাহারুল ইসলাম একজন মানবিক চিকিৎসক। করোনাকালীন সময়ে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। তার কাছে চিকিৎসা সেবা নিয়ে এলাকার মানুষ উপকৃত হচ্ছে। কিন্ত সম্প্রতি সময়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে। এসব অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

You might also like