ছাতকে দু’ গ্রামবাসিদের মধ্যে সংঘর্ষে আহত শতাধিক

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে সি এন জি পার্কিংকে কেন্দ্র করে দু’ গ্রামবাসিদের মধ্যে সংঘর্ষে অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ-করছখালি গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষনা দিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা ব্যাপি সংঘর্ষে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ সংঘর্ষে ঘটনায় আহত আশংকাজনক ২০জন সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে আবারো সংঘর্ষের আশংকায় উত্তেজনা বিরাজ করছে । জানা যায়, গত সোমবার সন্ধ্যায় হাসনাবাদ বাজারে পাগলা থেকে একটি সিএনজি গাড়ির চালক সি এন জি পার্কিং করার অপরাধে তাকে মারপিট করা হয়। সিএনজি চালককে অন্যায়ভাবে মারপিট করায় পক্ষ নেন তার নানা বাড়ির হাসনাবাদ গ্রামের লোকজন।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাজার এলাকায় হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে তাৎক্ষনিক বাজার কমিটির কয়েকজন মুরবী মিলে তাদের দু’পক্ষের বিরোধটি নিস্পতি করে দেন। এ ঘটনার জের ধরে ফের হামলা ঘটনা ঘটে।দু’গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া প্রায় দেড় ঘন্টা ব্যাপি তুমুল সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনায় গুরুতর আহত বর্তমান মেম্বার সদর উদ্দীন (৬২), আরশ আলী (৭১), রইছ আলী (৭৩) আরজ আলী (৬৫), সুজন (৪৫), সমছু মিয়া (৭৫),আব্দুল গনি(৩০),হাছন আলী (৩০), সালিক (২৫), সুমন আলী (২০), লায়েক আহমদ (২৭), আজিজুর রহমান (২৮), সংবাদকর্মী এম এইচ খালেদ (৩৭), শাহিন আহমদ (৩৫), সাগর আহমদ(২২), আমির আলী (৬০), মামুনুল রশিদ (৩৫), সাদ্দাম (২৭), নোমান আহমদ (২৫), ওয়ারিছ আলী (৪০), আজিজ উদ্দিন (৪০), কে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের স্থানীয় কৈতক ও ছাতক হাসপাতালে ভতি চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।এ বিষয়ে ছাতক থানার অফিসার্স/ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে ।

You might also like