ছাতকে দোকান ও গরু চুরির ঘটনায় প্রতিবাদ সভা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে একাধিক চুরির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ৮ঘটিকার সময় উপজেলার ছাতক সদর ইউনিয়নের বাউসা পয়েন্টে তাসমিয়া ভেরাইটিজ ষ্টোর এর সামনে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ছালিক মিয়াপ সভাপেিত্ব অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আলী হোসেন, ৭ নং ওয়ার্ড সদস্য আবু খালেদ, সাবেক সদস্য গিয়াসউদ্দিন, আলহাজ এম এ কাদির, আজাদ মিয়া, শফিকুর রহমান, আবুল ফজল, তারিকুল ইসলাম, সুহেল মাষ্টার, মাওঃ আছাদ আহমদ, হাফিজ আবুল কালাম, আব্দুল গনী, রাশিদ আলী, আব্দুর রহিম, ফররুখ আহমদ, ইসলাম উদ্দিন, আসক আলী, মশ্রব আলী, গৌছ মিয়া, শানুর আলী, চান মিয়া, ফজর আলী গেদা, নুরুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ১০ মার্চ বাউসা পয়েন্টে তাসমিয়া হক ভেরাইটিজ ষ্টোর এর চালের টিন কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এছাড়াও গত ২৩ ফেব্রুয়ারী বাউসা বাজারে সুমন দাশ এর দোকানে একই কায়দায় টিনের চাল কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চুরেরা। বাজারের দোয়েলের দোকান, আজির দোকান ও আসক আলীর দোকানেও চুরি ঘটনা সংঘটিত হয়।বক্তারা আরো বলেন গত দেড় বছরে বছরে এলাকার প্রায় পনেরটি পরিবারে গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরির আশংকায় গোয়াল ঘরে এখন গরু ও মানুষ বসবাস করছে। অনেকে গরু চুরির ভয়ে রাত পালাক্রমে পাহারা দিচ্ছে। প্রতিবাদ সভায় এলাকায় চুরির ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।পাশা পাশি গরু চুরি বন্ধ ও এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন, ছাতক থানার ওসি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

You might also like