ছাতকে নির্ধারিত সময়ের বেশি দোকান খোলা রাখায় প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে দিনব্যাপি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রোববার উপজেলার জাউয়া বাজার ও বড় কাপন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট তাপস শীল।এ সময় মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্য বিধি না মেনে যত্রতত্র ঘোরাফেরা করার দায়ে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৭ জনকে জরিমানা ১২ হাজার ৫ শত টাকা জরিমানা ও নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে খোলা রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৭টি ব্যবসা প্রতিষ্টানে ৩১ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।এ বিষয়ে কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট তাপস শীল ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like