ছাতকে পল্লী বিদ্যুতের হয়রানিতে অতিষ্ট ৭৫ হাজার গ্রাহক, সমাধানের আশ্বাস ডিজিএম’র
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র ছাতক জোনাল অফিসে ব্যাপক অব্যবস্থাপনা ও গ্রাহক হয়রানীর অভিযোগ উঠেছে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে ছাতক উপজেলা শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলায় রূপান্তরিত হয়। কিন্তু গ্রাহকের উপর নানাভাবে হয়রানি, অতিরিক্ত বিদ্যুৎ বিলসহ মনগড়া বিদ্যুৎত বিল প্রনয়ণ, ঘন-ঘন লোড সেডিং এর ফলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোস দেখা দিয়েছে। আযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। শিক্ষার্থীদের পড়াশুনায় চরম ব্যঘাত ঘটছে অভিযোগ গ্রাহকদের।
জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি’র ছাতক জোনাল অফিসে অব্যবস্থাপনার প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরহের দাবিতে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এর নেতৃত্বে শুক্রবার স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্টে মানববন্ধন আহবান করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতি’র সংশ্লিষ্ট কতৃপক্ষ সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিবেন গ্রাহকদের আশ্বস্থ্য করা হলে মানববন্ধন স্থগিত ঘোষনা করা হয়।এ বিষয়ে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছাতক উপজেলা শতভাগ বিদ্যুৎতায়িত উ™ো¢দন করেন। সরকারের সদিচ্ছার কোন অভাব নেই। ছাতক জোনাল অফিসের অধিনে রয়েছেন প্রায় ৭৫ হাজার গ্রাহক। ঘন-ঘন লোডসেডিং অব্যবস্থাপনা, জনবল সংকটের কারনে এখানকার গ্রাহকরা চরম হয়রানীর শিকার হচ্ছেন। তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে গ্রাহকদের সমস্য সমাধানে কতৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে ব্যবসাথা নিবেন আশ্বস্থ্য করা হলে মানববন্ধন সাময়িক স্থগিত করা হয়।
ছাতক জোনাল অফিসের (ডিজিএম) মনিরুল ইসলাম জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, বর্তমানে বন্যা পরিস্থিতির কারনে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাঁধাগ্রস্থ হয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (জিএম) অখিল কুমার সাহা বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।