ছাতকে প্রতীক বরাদ্দের আগে পোষ্টার ব্যানার বের করে প্রচারণা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই পোষ্টার ব্যানার তৈরি ও নির্বাচনীয় অফিস করে প্রচার প্রচারনা চালাচ্ছেন আ.লীগের একাধিক চেয়ারম্যান পদে প্রার্থীরা।ওই প্রার্থী হলেন ছাতক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, খুরমা উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ। এতে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।পোষ্টারে লেখা আসন্ন ৬ নম্বর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিল্লাল আহমদকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে পুনরায় সেবা করার সুযোগ দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ প্রচারনা।
এব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রাথী সামছুল ইসলাম খাঁন জানান, সরকার দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই পোষ্টার ব্যানার তৈরি ও নির্বাচনী অফিস করেছেন নতুনবাজার ধারন ও মৈশাপুর বাজারে।এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, আওয়ামী লীগের প্রার্থী হলেও তাঁকে এখনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এ কারণে তিনি পোষ্টার টাঙ্গিয়ে প্রচারণা চালালে ভুল করেছেন।এব্যাপারে উপজেলা রিটারিং অফিসার ও ছাতক কৃষি অফিসার তৌহিদুল ইসলাম খান বলেন, প্রতীক পাওয়ার আগে কোনো মাধ্যমেই প্রচারণা চালানোর সুযোগ নেই। এগুলো সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ২১ অক্টোবর। বাছাইয়ের পর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২২, ২৩ ও ২৪ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি হবে ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

You might also like