ছাতকে প্রাইম লাইফের বীমা দাবীর চেক হস্থান্তর

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে প্রাইম ইসলামী লাইফ ইন্সরেন্স লিমিডেটডর মরনোত্তর বীমা দাবীর চেক হস্থান্তর অনুষ্টান ও উন্নয়ন সভা সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের তাহির প্লাজাস্থ কোম্পানীর সাংগঠনিক অফিসের ডিআইবিসি আওলাদ হোসেনের সভাপতিত্বে ও রিজিওনাল কো-অর্ডিনেটর সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কোস্পানীর এসইভিপি কর্পোরেট জোন ইনচার্জ মো. হুমায়ুন কবির।বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন ইভিপি সিলেট জোন ইনচার্জ আমিনুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক সাংগঠনিক অফিসের আরসি নাসির উদ্দিন। এসময় সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক অফিসের বিসি উষা রানী দাস, সুবেদা বেগম, সাবিনা বেগম,ক্যাশিয়ার মনোয়ারা বেগম, বিসি আলমগীর হোসেন,পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল অদুদ। প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন বর্তমান সরকার বীমা পেশাকে গুরুত্ব দেওয়ায় লোকজন বীমার প্রতি আগ্রহী হয়েছে এবং একমাত্র বীমাতেই কোন মৃত ব্যাক্তিকে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়। বীমা পেশা একটি মহৎ ও জনকল্যাণ মূলক পেশা।এ পেশায় এগিয়ে আসলে আর্থিক ভাবে দেশকে সাবলম্বি করা সম্ভব। অনুষ্টান শেষে বীমা গ্রাহক মৃদুল চক্রবর্তীর স্ত্রী সুপ্তা চক্রবর্তী সহ দুজন গ্রাহককের হাতে বীমা দাবীর চেক হস্থান্তর করা হয়।

You might also like