ছাতকে বিট পুলিশিং সভা ও মাস্ক বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি।মাস্ক ব্যবহারে উদ্দ্যোগ নিন, করোনা মুক্ত বাংলাদেশ গডুন”। এই শ্লোগানকে সামনে রেখে বুধবার ছাতক পৌরসভার আকিজ প্লাস্টিক ফ্যাক্টরী মোড়ে বিট পুলিশিং সভা অনুষ্টিত ও মাস্ক বিতরন করা হয়েছে।সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নিযার্তন পৌর এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং মহামারী করোনার ২য় ধাপ মোকাবেলায় এ সভা অনুষ্টিত হয়।
ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় বিট পুলিশিং সভা ও মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (প্রব) শহিদুল হাসান, আকিজ প্লাস্টিক কোম্পানীর ম্যানেজার সুমন সরকার। এছাড়াও রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।সভা শেষে করোনা ভাইরাস মোকাবেলায় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরন করেন অতিথিবৃন্দ।

You might also like