ছাতকে বিনামূল্যে বিআরডিবির উদ্যোগে পিয়াজের বীজ বিতরণ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিনা মুল্যে অপ্রধান শস্য প্রকল্পের আওতায় প্রান্তিক চাষীদের মধ্যে পিয়াজ শরিষা ও মরিচের বীজ বিতরণ করা হয় মধ্যে। আজ মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বীজ বিতরকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কেএম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ নেতা চানমিয়া চৌধুরী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, মাঠ সংগঠক বিদুষ কুমার বর্মন, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, উপকার ভোগীদের মধ্যে ছিলেন প্রান্তিক চাষী মজনু মিয়া, আলী হোসেন, বাবুল বিশ্বাস, বিভু বিশ্বাস রুবেল মিয়া, সুজন মিয়া, নুর ইসলাম প্রমুখ। এছাড়া প্রদর্শনী প্লটের জন্য দুজন কৃষককে ৬হাজার টাকা করে চেক বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান