ছাতকে ব্রিজ একাডেমিতে শিক্ষক ও অবিভাবকবৃন্দের মতবিনিময় সভা সম্পন্ন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ বৃহত্তর সুনামগঞ্জের একমাত্র ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ছাতকের গোবিন্দগঞ্জস্থ ‘ব্রিজ একাডেমিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দের ৪ দিন ব্যাপি মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গতকাল শনিাবার সকাল ১০ ঘটিকা থেকে একাডেমির হল রুমে শারীরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে এ মতবিনিময় শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় সম্পন্ন হয়।
চারদিন ব্যাপি মতবিনময় সভায় প্রথম ধাপে নার্সারি থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দের সাথে সোমবার ও মঙ্গলবার, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দের সাথে শনিবার ও রবিবার পৃথকভাবে মতবিনময় সভা অনুষ্টিত হয়।এ বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়ন, একাডেমিক অগ্রগতি, প্রথম সাময়ীক পরিক্ষার ফলাফল ও করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন ও অফলাইন পাঠদান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৩ জুন প্রথম সাময়ীক অনলাইন পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মতবিনিময় সভায় অংশগ্রহন করে মুল্যবান মতামত ও পরামর্শ প্রদানের জন্য শিক্ষার্থীদের সম্মানিত অবিভাবকবৃন্দের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ ছাড়াও মতবিনিময় সভায় একাডেমির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।