ছাতকে ব্রিজ একাডেমিতে সপ্তাহব্যাপি মতবিনিময় সভা অনুষ্টিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জস্থ্য ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমি’র শিক্ষার্থীদের অবিভাবকদের সাথে সপ্তাহব্যাপি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয় এবং শনিবার (১৮ সেপ্টেম্বর) সম্পন্ন হয়।এতে একাডেমি রিওপেন,স্বাস্থ্যবিধি মানা, অবিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে অবহীতকরণ করা হয়।একাডেমি কতৃপক্ষের পক্ষ থেকে শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাস্ক পরিদান বাধ্যতামুলক করা হয়। শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার ও সামাজিক দুরত্ব বজায় রাখা ও থার্মোমিটারের সাহায্যে সার্বক্ষনিক তাপমাত্রা পরিমাপ করাসহ একাডেমিতে একটি আইসোলেশন কক্ষ স্থাপন করা হয়। এ বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর শ্রেনীকক্ষে পাঠদান বন্ধথাকলেও এসময় আমরা অনলাইনে ক্লাস চালু রেখেছি। সরকারী নির্দেশনা মেনে বর্তমানে শ্রেনীকক্ষে পাঠদান শুরু করতে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মানা বিষয়ে শিক্ষক/শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতামুলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।এসময় শিক্ষার্থীদের অবিভাবকরা স্বাস্থ্যবিধি বিষয়ে একাডেমির পদক্ষেপের উপর সন্তষ্টি জ্ঞাপন করেন।

You might also like