ছাতকে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারপিট, স্বামী গ্রেফতার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে যৌতুকের টাকার জন্য স্বামী কতৃক স্ত্রী নির্মম নির্যাতন হওয়ার অভিযোগ উঠেছে।গতকাল সোমবার ভোরে ছাতক পৌরসভা এলাকার মোগলপাড়া গ্রামের মৃত. হুসমত আলীর ছেলে মো. মইনুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মো. আফরুজ আলীর মেয়ে লাভলী বেগম প্রায় ৬ বছর আগে পারিবারিক ভাবে মো. মইনুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিযের পর থেকেই মইনুল ইসলাম যৌতুকের টাকার জন্য ও বিভিন্ন ভাবে লাভলী বেগমকে অত্যাচার ও নির্যাতন করে আসছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মেয়ের সুখের সংসারের জন্য মো. মইনুল ইসলামকে পর্যায়ক্রমে দেড় লক্ষ টাকাও দিয়েছেন। এর কিছুদিন পর মো. মইনুল ইসলাম ফের এক লক্ষ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় গত ১৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখে রাত সাড়ে ১০ ঘটিকার দিকে স্ত্রী লাভলী বেগমকে মারপিট করে গুরুতর আহত করেন স্বামী মো. মইনুল ইসলাম। ছাতক উপজেলা হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে লাভলী বেগমের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।এ ঘটনায় লাভলী বেগমের পিতা মো. আফরুজ আলী বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন আইন ১১ খ ধারায় মামলা নং ০১ দায়ের করেন। এতে মো. মইনুল ইসলামসহ ২ জনকে আসামী করা হয়। এর প্রেক্ষিতে গতকাল সোমবার ভোরে মো. মইনুল ইসলামকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।ছাতক থানার ওসি মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মো. মইনুল ইসলামকে ওই দিন বিকেলে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

You might also like