ছাতকে সরকারি কাজে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ছাতকে সরকারি কাজে দিনব্যাপি ব্যস্ত সময় পার করেছেন। আজ বুধবার ত্রাণ বিতরণ, বৃক্ষরোপন আবেদনকারীদের মধ্যে ভূমি নামজারী পর্চা হস্তান্তর, সরকারি দপ্তর পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন তিনি।দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ।

সকালে জাউয়াবাজারের ঝামক এলাকায় গৃহহীনদের দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরগুলো পরিদর্শন করেন ও ঘরে বসবাসকারীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। পরে তিনি জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।সভায় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ছাতক উপজেলা প্রশাসনের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, এখানে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, সুশিল সমাজ ও জনগণের সমন্বয়ে সবধরণের সেবা অব্যাহত রয়েছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী, উপজেলা ইঞ্জিনিয়ার আবুল মনসুর মিয়া, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, গয়াছ আহমদ, আবুল হাসনাত, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, প্রাণী সম্পদ কর্মকর্তা ইব্রাহিম আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, ওসি (তদন্ত) মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সোনালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক আব্দুল জলিল, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা জুলকার নাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাতক শাখার কো-অর্ডিনেটর সিদ্দিকুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এখলাছ কোরেশি, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল রায়, এনজিও প্রতিনিধি মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আখলাকুর রহমানসহ সহ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে ইসলামপুর ইউনিয়নের মুজিবনগরে প্রধানমন্ত্রীর দেয়া ঘরে বসবাসকারী ৬৮ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। ৬৮ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, একটি গাছের চারা, তেল, লবণ, মরিচ, পিয়াজ, সাবান, আটা, ময়দা সহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।এখানে বসবাসকারী ৫ ভিক্ষুক পরিবারকে বাচ্চা সহ ৫টি গাভী আনুষ্ঠানিকভাবে প্রদান করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় মুজিবনগর গ্রাম রক্ষনাবেক্ষনে ৯ মহিলাকে চাকরি প্রদানেরও আশ্বাস দেন তিনি।

You might also like