ছাতকে সরকারি খাল ও রাস্তা বন্দোবস্থ কার্যক্রম বন্ধ করার আবেদন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে সরকারি খাল ও রাস্তা শ্রেনী ভূমি একটি প্রভাবশালী মহল কতৃক গোপন যোগসাজেসে বন্দোবস্থ নেওয়ার পায়তারা করার অভিযোগ উঠেছে।রেকর্ডভুক্ত খাল ও রাস্তা শ্রেনী ভূমি বন্দোবস্থ কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানিয়ে গত ৬ নবেম্ভর সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করা হয়।লিখিত আবেদন করেন গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়,উপজেলার পূর্বরামপুর মৌজার জেএল-২৪৬, খতিয়ান নং-০১, দাগ নং-৩৩, শ্রেনি খাল ও রাস্তা রকম ভূমি কতিপয় প্রভাবশালী মহল বন্দোবস্থ নেওয়ার পায়তারা করতেছে।যা রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় রয়েছে।বর্ণিত রেজিষ্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন হলে সরকার ও জনস্বার্থের অপূরণীয় ক্ষতি সাধিত হবে।জেলা প্রশাসকের কার্যালয় হতে ১৬.০১.২০২০ তারিখে ০৫.৪৬.৯০০০.০০৮.১২.০০৭.২০-১২৭৮ মোতাবেক ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ নতুনবাজার পেরিফেরি মোকদ্দমা নং-১০/২০২০২০-২০২২ নিষ্পত্তি না করে গোপন যোগসাজসে বন্দোবস্থ প্রক্রিয়া গ্রহন করা একান্ত দু:খজনক।

আবেদনে আরো উল্লেখ করা হয়,বাস্তবতার নিরিখে এসএ রেকর্ডে খাল ও এস ম্যাপে সাংকেতিক কলামে বর্নিত দাগ নং ৩৩ রাস্তা হিসাবে উল্লেখ আছে।যেহেতু খাল ও রাস্তা উভয়ই বন্দোবস্থযোগ্য নয়,খাল ও রাস্তা সম্পর্কে পরিবেশ আইন-২০০০ এর আলোকে ইজারা কার্যক্রম চিরতরে বন্ধ করা হয়েছে। বণিৃত বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। জরুরি ভিত্তিতে সরকারি ও জনস্বার্থে বর্ণিত রেজিষ্ট্রেশন প্রক্রিয়া দ্রুত বন্ধ করার দাবি জানানো হয় আবেদনে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল আবেদন করার সত্যতা স্বীকার করেছেন।

You might also like