ছাতকে সরকারি ভবনের ছাদে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল সামনে জলাবদ্ধতা,দূর্গন্ধে নাকাল সেবাগ্রহীতারা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় ভবনের ছাদে রাতের অন্ধকারে চলে মদ, গাঁজার আসর। পাশেই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ভবন এর ২য় তলা থেকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় ভবনের ছাদের দিকে থাকলেই দেখা যায় গড়াগড়ি খাচ্ছে মদের বোতল।জানা যায়, এ ভবনে রয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্র, সাব-রেজিস্ট্রারের কার্যালয় ও পাশেই রয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ভবন। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকাল জুড়েই এ কার্যালয়গুলোর সামনে দীর্ঘ সময় থাকে জলাবদ্ধতা। এতে সেবাগ্রহীতাসহ কার্যালয়গুলোর সরকারি কর্মকর্তা ও কর্মচারীও চরম দূর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরজমিনে ঘুরে দেখা যায়, সাব-রেজিস্ট্রারের কার্যালয় ভবনের ছাদে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ঘেঁষে ময়লার স্তূপ। দূর্গন্ধে নাকাল সেবাগ্রহীতারা। একটি পরিত্যাক্ত ভবনেই চলছে কার্যক্রম। সেবাগ্রহীতাদের অভিযোগ এই অফিসে প্রবেশ করলে মনে হয় এটি কোন এক অন্ধকার আস্তানা। তবে ছাদে উঠার কোন সিঁড়ি দেখা য়ায়নি। প্রশ্ন উঠেছে তাহলে ছাদের উপর কিভাবে গেলো মদের বোতল।এ সময় বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্র ছাতক এর সহকারী আঞ্চলিক পরিচালক আব্বাস উদ্দিন জানান, আমরা এখানে অস্থায়ী ভাবে রয়েছি। সমস্যাগুলি উর্ধ্বতন কতৃপক্ষকে লিখিত জানিয়েছি। সুবিদাজনক জায়গা দেখার জন্য বলা হয়েছে। আমরা জায়গা খুঁজছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান জানান, আমার ভবনটি ঐ ভবন থেকে আলাদা। ঐ ভবনে তিনটি কার্যালয় রয়েছে। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদ উল্লাহ জানান, ভবনের ছাদে উঠার কোন সিঁড়ি নেই। পরিত্যাক্ত ভবনেই আমরা কার্যক্রম পরিচালান করে আসছি। বন্যার সময় আলমিরাসহ আসভাবপত্র নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন, কার্যালয়ে জনবল সংকট রয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষকে লিখিত জানিয়েছি।এ বিষয়ে ছাতক সাব-রেজিষ্ট্রার আয়েশা সিদ্দিকা এর সরকারী মুঠোফোন (যোগাযোগ) নাম্বার না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহি কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ভবনের ছাদে মাদক সেবন বন্ধসহ জলাবদ্ধতা নিরশন ও দূর্গন্ধ দুরীকণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা।

You might also like