ছাতকে সৈয়দ আব্দুল হান্নান এর হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন অনুষ্টিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের বড়সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল হান্নান হাফিজ সাহেবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।আজ বুধবার বিকেল ৩ ঘটিকার সময় স্থানীয় ধারনবাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানবন্ধন অনুষ্টিত হয়।নুতন বাজার দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল মতিন আজাদের সভাপতিত্বে ও ইমাম উদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহি উদ্দিন, মৈশাপুর মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা কামাল উদ্দিন, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও ধারণ বাজার মসজিদের ইমাম ও খতীব মাওলানা কুতুবউদ্দিন সালেহী, সহ সভাপতি মাওলানা মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ফুরকাননগর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আইন উদ্দিন, শাপলা যুব সংঘের সাধারণ সম্পাদক নজমুল হক, পরিবারের পক্ষ থেকে সৈয়দ আশরাফুল হোসেন জুনেদ, আব্দুল হাই লিপু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ তালুকদার, আব্দুল আউয়াল, ব্যবসায়ী এনামুল ইসলাম লায়েছ, ধারণ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব হিরন প্রমুখ।
এ সময় কাউন্সিল অব কনজিউমার রাইটস্ সি আর বি ছাতক শাখা, গোবিন্দগঞ্জ মাইক্রশাখা, ইমাম মোয়াজ্জিন ঔক্য পরিষদ, সৈদেরগাঁও গ্রামবাসী, সেওতরপাড়া গ্রামবাসী, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো: রিক্সা শ্রমিক ইউনিয়ন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানা, নতুনবাজার দাখিল মাদরাসাসহ পৃথক ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাধারন মানুষজন মানববন্ধনে অংশগ্রহন করেন।মানবন্ধনে বক্তারা বলেন, গত ৩ নবেম্ভর সকাল আনুমানিক ৮ ঘটিকার সৈয়দ আব্দুল হান্নান হাফিজসাহেব নিজ বাসভবেনে দূবৃত্বদের হাতে নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় তার ভাতিজা সৈয়দ জুমেল হোসেন বাদি হয়ে ৫ নবেম্ভর ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সৈয়দ আব্দুল হান্নান হাফিজসাহেব এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খাঁন (পিপিএম), ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসানসহ সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করা হয়। এছাড়াও এক সপ্তাহের মধ্যে সৈয়দ আব্দুল হান্নান হাফিজ সাহেব এর হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুসিয়ারী উচ্চারন করেন বক্তারা।