ছাতকে সৈয়দ আমিরুল হোসেনের ইন্তেকাল-বিভিন্ন মহলের শোক প্রকাশ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারনবাজারস্থ মাদার কেয়ার কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ সৈয়দ জুনেদ হোসেনের পিতা সৈয়দ আমিরুল হোসেন (মছব্বির মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯ টায় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে নিজ গ্রাম সৈদেরগাঁও পারিবারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।জানাজায় আত্মীয় স্বজনসহ সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনোরুধ করা হয়েছে।এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট ছায়াদুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ছাতক উপজেলা শাখার প্রতিষ্টাতা আহবায়ক শামীম আহমসদ তালুকদার।পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।