ছাতকে হাজারো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চীর নিদ্রায় শায়িত হলেন মোছাঃ নুরুন্নাহার বেগম

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে হাজার হাজার মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চীর নিদ্রায় শায়িত হলেন সাবেক তুখোড় ছাত্র নেতা, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর কার্যনির্বাহী পরিষদ সদস্য, মুজিব আদর্শের লড়াকু সৈনিক বদরুজ্জামান শামীম এর মমতাময়ী মা মহিয়ষী নারী মোছাঃ নুরুন্নাহার বেগম। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রাম সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এডভোকেট সাহাব উদ্দিনের সঞ্চালনায় মরহুমার জানাযার নামাজ পূর্ব শোক প্রকাশ ও সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোলারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েস্তা মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুল বারী, সাবেক সভাপতি দবিরুল ইসলাম দবির, সাবেক সাধারন সম্পাদক আবুল হাসনাত, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক পীর মোঃ আলী মিলন, আওয়ামীলীগ নেতা গৌছ খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, এডভোকেট ছায়াদুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব শামীম আহমদ তালুকদার, এটি এম কয়েছ প্রমুখ। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩ টার দিকে মরহুমার লাশ একটি লাশ বাহী ফ্রিজিং গাড়ীতে করে বাড়ীতে নিয়ে আসা হয়। সাড়ে ৩ টার দিকে মরহুমার ছেলে যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য আওয়ামী লীগ এর কার্যনির্বাহী পরিষদ সদস্য, মুজিব আদর্শের লড়াকু সৈনিক বদরুজ্জামান শামীম যুক্তরাজ্য থেকে স্ব-পরিবারে বাড়ীতে পৌছেন। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।উল্লেখ্য: মহিয়ষী নারী মোছাঃ নুরুন্নাহার বেগম (৯৫) গত বুধবার দিবাগত রাত সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যায় ভোগছিলেন।

You might also like