ছাতকে হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৯৩ তম জন্মদিন পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহম্মদ এরশাদ এর ৯৩তম জন্মদিন আনন্দ মুখর পরিবেশে পালন করা হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জের ছাতক উপজেলা ও দোয়াবাজার জাপা ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যোগে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ছাতক-দোয়ারাবাজার আসন থেকে জাপার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ছাতক উপজেলা জাপা’র সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সামছুউদ্দীন আহমদ এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আ ন ম ওয়াহিদ কনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল হাসান।

বক্তব্য রাখেন , উপজেলা জাপার সহ-সভাপতি হাফিজ মাহমুদ আলি, দোয়ারা বাজার উপজেলা জাপার স-সভাপতি শৈরত আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, জাপা নেতা পীর আব্দুল হান্নান,ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক পাটির আহবায়ক দিলোয়ার আলী, চাতক উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম জহির, জাপা নেতা আব্দুস সুবহান খাঁন, দোয়ারাবাজার উপজেলা জাপা’র দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, পল্লী বন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের স্বর্ণ যুগের রাজা। তার সময় ছিলো এদেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। যতদিন বাঁচবো হুসেইন মুহম্মদ এরশাদের দল করে যাব। বক্তারা আরো বলেন, পল্লী বন্ধু এরশাদ নিজে প্রতিষ্টিত না হয়ে সাধারণ মানুষ কে প্রতিষ্ঠিত করেছিলেন। তার উন্নয়নের জন্য তিনি আজও মানুষের হৃদয় মনিকোঠায় স্থান করে আছেন।আজকের এইদিনে আমরা তাকে শ্রদ্বার সাথে স্বরণ করছি।

You might also like