ছাতকে ৩৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ গ্রেফতার-০১

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. কামরান(৩৫), সে সিলেট জেলার জালাবাদ থানার (ধানুহাটা বিজিবির ২নং গেইটের অপর পাশে) আখালিয়া ফরহাদ বক্সের কলোনী এলাকার মৃত. রহমত আলী উরফে মিনজা মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ছাতক উপজেলার দক্ষিণ বড়কাপন গ্রামের মোছাব্বির এর ঘরে ভারাটিয়া হিসাবে থেকে মাদক ব্যবসা করে আসছিলমো. কামরান। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান পিপিএম ও জাউয়া বাজার তদন্দ কেন্দ্রের এসআই মোঃ দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. কামরানকে ভারতীয় অফিসার্স চয়েজ ৩৪৭ বোতল মদসহ গ্রেফতার করতে সক্ষম হন।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা নং-২৩ দায়ের করা হয়।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

You might also like