ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স শুরু
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের কম্পিউটার ল্যাবে ১৫ দিনের আইসিটি বেসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটর সুরঞ্জিত চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ চানমিয়া চৌধুরী। বক্তব্য রাখেন, মাষ্টার ট্রেইনার ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল। প্রশিক্ষনার্থী ফজলুর রহমান, মাষ্টার ট্রেইনার চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাজিদুর রহমান, গীতাপাঠ করেন প্রাপ্ত মোহন পাল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন সরকারের মহতি উদ্যোগের সাফল্য কামনা করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মানিত শিক্ষকরা কার্যকরী ভূমিকা পালন করবেন এভং প্রকৃত মানুষ গঠনের নিষ্ঠার সাথে কাজ করবেন। সভাপতির বক্তব্যে কবি পুলিন চন্দ্র রায় বলেন, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে প্রশিক্ষনার্থীদের উপস্থিত থেকে সার্বিক ভাবে প্রশিক্ষন গ্রহন করা অত্যান্ত জরুরী।